কুড়িগ্রামে তিন দিনব্যাপী ইজতেমা আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে। এই ইজতেমায় জেলা এবং জেলার বাইরে থেকে মুসল্লিরা যোগ দেন।

রোববার (৯ জানুয়ারি) দুপুরে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। ঢাকা কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা মুনির বিন ইউসুফ আখেরি মোনাজাত পরিচালনা করেন। 

শুক্রবার কুড়িগ্রাম তাবলীগের আয়োজনে পৌরসভার নাজিরা মুন্সিপাড়া মাঠে তিন দিনব্যাপী মিনি ইজতেমা শুরু হয়। ইজতেমায় বয়ান করেন শ্রীলংকার মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা জাফর আলী এবং বাংলাদেশের মুফতি বসির আহমেদ, মাওলানা হেলাল, মাওলানা ড. সিরাজ, মাওলানা জিয়াদুল কাসিম প্রমুখ।

মো. জুয়েল রানা/এইচকে