সাভারে বাৎসরিক ইনক্রিমেন্ট, ছুটির টাকা ও মাতৃত্বকালীন ছুটিসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় দুই নিরাপত্তা কর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে সাভার পৌরসভার উলাইল এলাকার প্রাইড গ্রুপের এইচআর টেক্সটাইল মিলস কারখানায় এ ঘটনা ঘটে। 

শ্রমিকরা জানায়, আমাদের বাৎসরিক ইনক্রিমেন্ট, ছুটির টাকা, মাতৃত্বকালীন ছুটিসহ বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করেছে কারখানা কর্তৃপক্ষ। কারখানা কর্তৃপক্ষ আমাদের এসব সুবিধা দেই-দিচ্ছি করে টালবাহানা করছে। আমাদের ছুটির টাকা ঠিকঠাক পরিশোধ করছে না। এসব দাবি আদায়ের জন্য সবশেষ কর্মবিরতি পালন করতে বাধ্য হয়েছি।

নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনরত এক শ্রমিক বলেন, আমাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া হোক। সঠিক সময়ে আমাদের ন্যায্য পাওনা আদায় করতেও এখন আন্দোলন করতে হয়। এটা শ্রমিকদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা তো ফ্রি টাকা চাই না। আমরা আমাদের ন্যায্য পাওনা চাই। আমাদের টাকা আমাদেরকে দিতে এত টালবাহানা কেন? আমাদের দাবি না মানলে কর্মসূচি অব্যাহত রাখব। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বাসায় ফিরে যায়।

টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাভার-আশুলিয়া-ধামরাই আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব বলেন, অবিলম্বে শ্রমিকদের আইনগত দাবি মেনে নেওয়া উচিত। ন্যায্য পাওনার জন্য আন্দোলন করতে হয়, এটা অত্যন্ত দুঃখজনক। 

এ ব্যাপারে প্রাইড গ্রুপের এইচআর টেক্সটাইল মিলস কারখানার অ্যাডমিন ম্যানেজার মনিরুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখন ব্যস্ত আছি। পরে ফোন করে বিস্তারিত জানানো হবে।

মাহিদুল মাহিদ/আরআই