নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় ২ নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলা শ্রনীনিবাসদী গ্রামের হাজেরা (৩০) ও খাসেরকান্দি গ্রামের নাসিমা (২০)। তারা উজান গোপিন্দী স্পিনিং মিলের শ্রমিক। এদিকে আহত ১১ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মিল ছুটির পর কোম্পানির গাড়ি দিয়ে শ্রমিকরা বাড়ি ফিরছিলেন। গাড়ি বিনাইরচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের বেশির ভাগের বাড়ি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএইচএস