ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে 'নো মাস্ক, নো সার্ভিস’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামের ডিসি পার্কে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান।

ক্যাম্পেইনে বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. একরাম উল্লাহ, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক রবিউল হক মজুমদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।

এ সময় বক্তারা বলেন, সরকার করোনার টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নিশ্চিতের পর এবার বুস্টার ডোজের ব্যবস্থাও করেছে। তবে টিকা নিলেই করোনা থেকে মুক্ত থাকা যাবে- এটি নিশ্চিত না। করোনার সংক্রমণ রোধে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে সবাইকে। কারণ মাস্ক পরিধানই করোনার বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে। করোনার তৃতীয় ঢেউয়ের বিষয়ে সবাইকে সচেতন হয়ে স্বাস্থ্য সুরক্ষার সব নিয়ম মেনে চলার অনুরোধ জানান বক্তারা।

এর আগে রামরাইল ইউনিয়নের সেন্দ এলাকার ১৮ একর সরকারি জায়গায় নির্মিত ডিসি পার্কের উদ্ধোধন করেন জেলা প্রশাসক (ডিসি) হায়াত উদ-দৌলা খান।

আজিজুল সঞ্চয়/আরআই