সোনারগাঁয়ে আ.লীগের কার্যালয় পুড়িয়ে দিল সন্ত্রাসীরা
সোনারগাঁয়ে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কোরবানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, কোরবানপুর এলাকায় আনলিমা নামে একটি কোম্পানির বালু ভরাটের কাজে বাধা দিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে সন্ত্রাসী রাসেল মিয়া ও তার লোকজন। চাঁদা দিতে অস্বীকার করায় তারা বালু ভরাটের কাজের সঙ্গে জড়িত ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয় পুড়িয়ে দিয়েছে । আগুনে ওই কার্যালয়ে থাকা টেলিভিশন ও আসবাবপত্রসহ তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
বিজ্ঞাপন
এদিকে এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।
বিজ্ঞাপন
শেখ ফরিদ/আরএআর