মামুনুল হককে বাধা দেওয়ার খবরে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
কুমিল্লা-সিলেট মহাসড়কে মাদরাসাছাত্রদের বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় একটি ওয়াজ মাহফিলে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে আসতে বাধা দেওয়ার খবরে বিক্ষোভ করেছেন মাদরাসাছাত্ররা। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শহরের কাউতলি এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এর ফলে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল ব্যাহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সদর উপজেলার ভাদুঘর এলাকার জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদরাসায় বার্ষিক ওয়াজ মাহফিল ছিল। এতে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের আসার কথা ছিল। কিন্তু মাদরাসার ছাত্রদের কাছে খবর আসে, মামুনুল হককে মাহফিলে আসতে সড়কে বাধা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মহাসড়কে বিক্ষোভ শুরু করেন মাদরাসাছাত্ররা। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
এ বিষয়ে জানতে চাইলে হেফাজতে ইসলামের নায়েবে আমির সাজিদুর রহমান বলেন, মামুনুল হককে আসতে বাধা দেওয়ার খবরে ছাত্ররা বিক্ষোভ করেছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান জানান, মামুনুল হককে আসতে দেয়া হচ্ছে না- এমন গুজবে মাদরাসাছাত্ররা বিক্ষোভ করেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
বিজ্ঞাপন
আজিজুল সঞ্চয়/আরএআর