বিপুল ভোটে পুনরায় নোয়াখালীর মেয়র সহিদ উল্ল্যাহ
সহিদ উল্ল্যাহ খান সোহেল
নোয়াখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সহিদ উল্ল্যাহ খান সোহেল ১৭ হাজার ৭৮০ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৬ হাজার ৪০৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সহিদুল ইসলাম পেয়েছেন ৮ হাজার ৬২৮ ভোট।
রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নোয়াখালী পৌরসভার ৩৪টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়।
বিজ্ঞাপন
এরপর ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল জানান জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম ।
তিনি বলেন, নোয়াখালী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সহিদ উল্ল্যাহ খান ২৬ হাজার ৪০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞাপন
সহিদ উল্ল্যাহ খান সোহেল গত মেয়াদেও নোয়াখালী পৌরসভার নির্বাচিত মেয়র ছিলেন। এবার তিনি বিপুল ভোটে পুননির্বাচিত হলেন।
উল্লেখ্য, নোয়াখালী পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ৭৫ হাজার ৭২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৭ হাজার ৪০১ জন এবং নারী ভোটার ৩৮ হাজার ৩২৫ জন। নির্বাচনে মেয়র পদে সাতজন এবং কাউন্সিলর পদে ৬৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া ৯টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
হাসিব আল আমিন/আরএআর/জেএস