পাটগ্রামে আ.লীগের বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
কাজী আসাদুজ্জামান আসাদ
লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান আসাদকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) মোতাহার হোসেন এমপির ব্যক্তিগত কর্মকর্তা অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার বহিষ্কার সংক্রান্ত একটি পত্র তাকে পাঠানো হয়।
বিজ্ঞাপন
জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে কাজী আসাদুজ্জামান আসাদকে বহিষ্কার করেন।
জানা গেছে, জেলার পাটগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে উপজেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম সুইটকে মনোনয়ন দেওয়া হয়। ওই পৌরসভায় মেয়দ পদে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা কাজী আসাদুজ্জামান আসাদ বিদ্রোহী প্রার্থী হিসেবে নারকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ফলে তাকে দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগ তুলে বহিষ্কার করেন জেলা আওয়ামী লীগ। একই সঙ্গে সদর পৌরসভায় যুবলীগ নেতা রেজাউল করিম স্বপনও বিদ্রোহী প্রার্থী হিসেবে নারকেল গাছ মার্কা নিয়ে নির্বাচন করেছেন। তাকেও এর আগে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞাপন
তবে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী কাজী আসাদুজ্জামান আসাদ বলেন, ভুল প্রার্থীকে মনোনয়ন দিয়েছে জেলা আওয়ামী লীগ। ১৪ তারিখে এ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর ভরাডুবি হবে।
নিয়াজ আহমেদ সিপন/এসপি