সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চর কামারখন্দ এলাকা থেকে আহত অবস্থায় দুটি শামুকখোল প্রজাতির পাখি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি মারা গেলেও অন্যটি সুস্থ করে আকাশে ওড়ানোর অপেক্ষা করছেন দ্যা বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস।

জানা যায়, গতকাল মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার চর কামারখন্দ এলাকা থেকে পাখি দুটি উদ্ধার করেন স্থানীয় যুবক রাহুল শেখ। অসুস্থ অবস্থায় উদ্ধার করা শামুকখোল পাখি আজ বুধবার সকালে পরিবেশবাদী সংগঠন দ্যা বার্ড সেফটি হাউজের কাছে হস্তান্তর করেন তিনি।

দ্যা বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, গতকাল বিকেলে ওই এলাকায় একঝাঁক শামুকখোল পাখির মধ্য থেকে দুইটি পাখি হঠাৎ নিচে পড়ে যায়। স্থানীয় যুবক রাহুল শেখ পাখি দুটি উদ্ধার করে আমাকে খবর দেন। একটি পাখি সেখানেই মারা যায়। অপর পাখিটি অসুস্থ অবস্থায় আজ আমার কাছে হস্তান্তর করেন তিনি। 

মামুন বিশ্বাস আরও বলেন, পাখিটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে ও অল্প খাবার খাওয়ানো হচ্ছে। পাখিটি ওড়ার মতো সুস্থ হলেই খোলা আকাশে অবমুক্ত করা হবে। 

শুভ কুমার ঘোষ/আরআই