চাঁদপুরে এবার একদিনে ৯৮ জনের করোনার শনাক্ত হয়েছে। গত এক সপ্তাহ ধরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি ভয়াবহতায় রূপ নিচ্ছে। 

আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৬০, ফরিদগঞ্জের ৭, মতলব উত্তরের ৪, হাজীগঞ্জের ২, কচুয়ার ২, হাইমচরের ৪, মতলব দক্ষিণের ৭ ও শাহরাস্তির ১২ জন রয়েছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। 

এদিকে একই দিনে ২২ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এ দিন মোট নমুনা পরীক্ষা করা হয় ২৯৪টি। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ। বৃহস্পতিবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন বলেন, জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৫৬২ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৪১ জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৫ হাজার ২২ জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৯৯ জন। আক্রান্তদের মধ্যে ৩ জন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাকিরা হোম আইসোলেশনে আছেন।

শরীফুল ইসলাম/ওএফ