সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের মধুসুধনপুর খালের পানি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন।

শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজপুর হাটখোলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রহমত মল্লিক নামের ওই ব্যক্তি। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত রহমত মল্লিক (৬০) ভরুলিয়া ইউনিয়নের মধুসুদনপুর গগ্রামের মৃত দিরাজতুল্লাহ মল্লিকের ছেলে। আহত ব্যক্তিরা হলেন মধুসুদনপুর গ্রামের আইয়ুব আলী (৪৫), শফিকুল (৩৫), রফিকুল ইসলাম (৫০), মিরাজ (২৮), জমাত আলী (৫৫), রেজাউল আলী (৪৭), আলামিন (২২)।

ভুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাফরুল আলম জানান, মধুসুদনপুর সরকারি খালের পানি নিয়ে সিরাজুল মল্লিক ও রেজাউল গাজী গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। বিরোধ নিষ্পত্তির জন্য দুপক্ষকে নিয়ে সিরাজপুর হাটখোলা বাজারে মীমাংসার জন্য সালিসি বৈঠক ডাকা হয়। বৈঠকের শেষ পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে বেশ কয়েকজন আহত হলে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, সরকারি খালের পানি নিয়ে দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মিজানুর রহমান মল্লিক বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের নামে একটি মামলা করেছেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় নজরুল ইসলাম (৩৪) ও আব্দুল হামিদকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও গ্রেফতারে অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আকরামুল ইসলাম/এনএ