দাদার সঙ্গে আসরের নামাজ আদায় করতে যাচ্ছিল সাত বছর বয়সী এমদাদুল। কিন্তু নামাজ আর আদায় করা হয়নি, আগেই পৃথিবী থেকে চিরবিদায় নেয় সে। ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় তার মৃত্যু হয়। 

রোববার বিকেলে বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বেইলি ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু কচুয়া সুলতানা রাজিয়া বিদ্যা নিকেতনের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সেলিম বেপারী জানান, উত্তর বাইশারী গ্রামের ইটভাটা শ্রমিক মনির হোসেনের ছেলে এমদাদুল হক তার দাদা ছালেক রাঢ়ীর সঙ্গে পার্শ্ববর্তী মসজিদে আসরের নামাজ আদায় করতে যাচ্ছিল। 

বেইলি ব্রিজের ঢালে রাস্তা পার হওয়ার সময় ফেরীঘাটগামী ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে এমদাদুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের দাদা ছালেক রাঢ়ী বলেন, ভ্যানচালককে আটকের আগেই সে পালিয়ে গেছে। আমি চালকের বিচার চাই।

বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আহম্মেদ জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ নেই। তারা ময়না তদন্তেও রাজি নয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সৈয়দ মেহেদী হাসান/আরএইচ