খুলনার কয়রার শিবসা নদীর মারকীরখাল এলাকায় অভিযান চালিয়ে তিন হরিণ শিকারিকে আটক করেছেন বন বিভাগের কর্মকর্তারা। এ সময় তাদের কাছ থেকে হরিণ শিকারের ফাঁদ, নৌকা ও হরিণ শিকারের কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

রোববার সকালে সুন্দরবন খুলনা রেঞ্জের অধীনে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন, পাইকগাছা উপজেলার ফকিরাবাদ গ্রামের মিজানুর রহমান (৪৫), মইদুল সরদার (৪২) ও রহিম গাজী (৩৫)।

জানা গেছে, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হড্ডা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ও নলিয়ান স্টেশন কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল কয়রার মারকীরখাল এলাকায় অভিযান চালায়। এ সময় হরিণ ধরার ফাঁদ, নৌকা ও অন্যান্য সরঞ্জামাদিসহ তাদের আটক করা হয়। 

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, কয়রা এলাকা থেকে হরিণ শিকারের সরঞ্জামসহ তিন চোরা শিকারিকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধনের অপরাধে মামলা করা হয়েছে। 

আরএইচ