নোয়াখালীতে প্রথম করোনার টিকা নেবেন এমপি একরামুল
মোহাম্মদ একরামুল করিম চৌধুরী
নোয়াখালীর প্রথম ব্যক্তি হিসেবে করোনাভাইরাসের টিকা নেবেন নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। আগামী রোববার (৭ ফ্রেব্রুয়ারি) বেলা ১১টায় নোয়াখালীতে তিনি প্রথম করোনা টিকা নেবেন। ইতোমধ্যে তিনি সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন।
বিষয়টি নিশ্চিত করে একরামুল করিম চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, আমি আগামী ৭ ফ্রেব্রুয়ারি বেলা ১১টায় নোয়াখালীতে প্রথম ব্যক্তি হিসেবে করোনার টিকা নিব। একটা মহল করোনার টিকা নিয়ে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। তাই সবার আগে যদি আমি গ্রহণ করি তাহলে মানুষের বিভ্রান্তি কেটে যাবে এবং সবাই উৎসাহ পাবে।
বিজ্ঞাপন
এ বিষয়ে সিভিল সার্জন ডা. ইফতেখার মাসুম বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি বেলা ১১টায় প্রথম ব্যক্তি হিসেবে এমপি একরামুল করিম চৌধুরী করোনার টিকা নিয়ে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন।
তিনি আরও বলেন, জেলায় ১০টি কেন্দ্রে করোনার টিকা দেওয়া হবে। এ জন্য ২৭টি টিম গঠন করা হয়েছে। এর মধ্যে নোয়াখালী জেনারেল হাসপাতালে আটটি বুথ ও পুলিশ হাসপাতালেও একটি বুথ করা হয়েছে। এছাড়াও প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও দুটি বুথ করা হয়েছে।
বিজ্ঞাপন
নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান ঢাকা পোস্টকে বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে জেলায় টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে। যারা রেজিস্ট্রেশন করেছেন সবাইকে তালিকা অনুযায়ী টিকা প্রদান করা হবে।
হাসিব আল আমিন/আরএআর