প্রতীকী ছবি

যশোরে মানসিক ভারসাম্যহীন ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে আবুল কাশেম (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভাতিজাকে আটক করেছেন পুলিশ। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ভাতুড়িয়া নারায়নপুর মোড়ে এ ঘটনা ঘটে।

আবুল কাশেম যশোর সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে। আটক আলাল একই গ্রামের রওশন আলীর ছেলে। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে আবুল কাসেম নারায়নপুর মোড়ে চা খেতে যান। সেখানে মানসিক ভারসাম্যহীন আলাল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্র (বটি) দিয়ে কাসেমের মাথায় আঘাত করে। স্থানীয়রা কাশেমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মানসিক ভারসাম্যহীন ভাতিজা আলালকে আটক করা হয়েছে।

জাহিদ হাসান/এসপি