ঝিনাইগাতী পিডিবি অফিসের ভুতুড়ে বিলের প্রতিবাদে মানববন্ধন

মিটার নেই, বিদ্যুৎ সংযোগ নেই তবুও পিডিবির বিল এসেছে ৩০ হাজার টাকা। এমন ভুতুড়ে কাণ্ড ঘটেছে শেরপু‌রের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা বাতিয়াগাও গ্রামের মৃত আফছর উদ্দিনের ছেলে হাসেন আলীর (৬০) সঙ্গে।

এ বিষয়ে হাসেন আলী ঢাকা পোস্টকে বলেন, গত মাসে বিগত সকল বকেয়া মিটিয়ে আমার ব্যক্তিগত বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করি। তবুও চলতি মাসে আমার বিদ্যুৎ বিল এসেছে ৩০ হাজার টাকা।

একই ঘটনা ঘটেছে উপজেলার পাগলার মুখ এলাকার আমির উদ্দিনের ছেলে আব্দুল রহিমের (৩০)সঙ্গে। তিনি অভিযোগ করে বলেন, এক মাসে আমার বিদ্যুৎ বিল এসেছে ৮৮ হাজার টাকা।

ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা বাতিয়াগাও গ্রামের মৃত রহিছ উদ্দিনের ছেলে শাহ্ জামাল ঢাকা পোস্টকে বলেন, আমার বাসায় রাতে মাত্র তিনটি বাতি জ্বলে। খুব বেশি হলে ৪০০-৫০০ টাকা বিল আসার কথা। কিন্তু বিল এসেছে ৪৫২৭ টাকা।

এলাকাবাসীর এমন অভিযোগের প্রতিবাদে শেরপু‌রের ঝিনাইগাতী পি‌ডি‌বি অ‌ফিসের সামনে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘দুর্নী‌তির অবসান চাই, সকল ক্ষে‌ত্রে সুশাসন চাই’ এ শ্লোগা‌নে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনের আ‌য়োজন ক‌রেন জাতীয় সমাজতা‌ন্ত্রিক দল (জাসদ)।

এ‌তে বক্তব্য রা‌খেন জাসদের ঝিনাইগাতী শাখার সভাপ‌তি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক এ‌কেএম ছা‌মেদুল হক প্রমূখ । মানববন্ধ‌নে প্রায় ৩ শতা‌ধিক মানুষ উপ‌স্থিত ছি‌লেন।

এ সময় বক্তারা বলেন, পি‌ডি‌বি অ‌ফি‌সের কর্মকর্তারা মিটার রিডিং ছাড়াই অনুমান নির্ভরভাবে  অতিরিক্ত বিল করে আসছে। তাদের এই অনিয়ম-দুর্নীতি ও গ্রাহক হয়রানির বর্ণনা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা পিডিবির উপসহকারী প্রকৌশলী রুকনুজ্জামান রিপন বলেন, ভূতুড়ে বিল বলতে কিছু নেই। যারা অভিযোগ করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। অনেকের লক্ষাধিক টাকা বকেয়া ছিল। ভ্রাম্যমাণ আদালত দিয়ে মামলা করার কারণে তারা পিডিবির বিরুদ্ধে অহেতুক মানববন্ধন করছে।

জাহিদুল খান সৌরভ/এসপি