নরসিংদীর শিবপুরে এক বৃদ্ধকে চেয়ার দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে তারই নাতি ও পুত্রের বিরুদ্ধে। পিটিয়ে গুরুতর আহত করার ৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ওই বৃদ্ধের মৃত্যু হয়। 

শিবপুর মডেল থানার এসআই মো. মিনহাজ রাত সাড়ে ৮টার দিকে ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেন  ।

নিহত বৃদ্ধের নাম জোহর আলী ভূঁইয়া (৯০)। তিনি শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের বেতাগিয়া গ্রামের বাসিন্দা। অভিযুক্তরা হলেন- বৃদ্ধের নাতি মো. নাহিদ মিয়া (২৫) ও ছেলে জসিম মিয়া (৫০) । 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ জোহর আলীর চুল বড় রাখা ও পারিবারিক কলহকে কেন্দ্র করে গত শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে তার ছেলে ও নাতির সঙ্গে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে নাহিদ তার দাদাকে কাঠের চেয়ার দিয়ে তলপেটে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তার মৃত্যু হয়। 

তবে এলাকাবাসী ও স্বজনদের অনেকে অভিযোগ করে বলেন, দাদাকে পেটানোর সময় নাহিদকে তার বাবা জসিম সাহায্য করেছে।  

জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার বলেন, ওই বৃদ্ধ বয়স্ক ছিলেন। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। এর মধ্যে কয়েকদিন আগে পারিবারিক কলহের জেরে ছেলে ও নাতির আঘাতে গুরুতর আহত হন। পরে আজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুনেছি।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন জানান, এই ঘটনায় একজন আটক আছে। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। 

রাকিবুল ইসলাম/আরআই