ফরিদপুরে স্ত্রীর সঙ্গে বিষপান, স্বামীর মৃত্যু
ফরিদপুরের সালথায় স্বামীর বিদেশ যেতে চাওয়া মেনে নিতে পারছিলেন না স্ত্রী। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতের কোনো এক সময় অভিমানে দুজন একসঙ্গে বিষপান করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় স্বামীর মৃত্যু হয়।
মৃত ওই ব্যক্তির নাম শাহাদাত সরদার (২৬)। তিনি সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগন্নাথদী গ্রামের আলীম সরদারের ছেলে। শাহাদাতের চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী শাহাদাত সরদার বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু স্ত্রী শাবনূর চাননি তার স্বামী বিদেশ যাক। এ নিয়ে গত মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাতের কোনো এক সময়ে নিজেদের বসতঘরে স্বামী-স্ত্রী বিষ পান করেন। পরে পরিবারের লোকজন রাতে দুইজনকে পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসায় স্ত্রী শাবনূর (২৩) সুস্থ হলেও স্বামী শাহাদাতের অবস্থার অবনতি হয়।
পরে বুধবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে উন্নত চিকিৎসার জন্য ওই হাসপাতালের চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে শাহাদাতের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনূর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে ওই তরুণের বাড়িতে গিয়ে তার মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
জহির হোসেন/আরআই