সিলেট বিভাগে ২২, ২৩, ২৪ ডিসেম্বর পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বৃহত্তর সিলেট পাথর-সংশ্লিষ্ট ব্যবসায়ী ঐক্য পরিষদ। পাথর-সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক গোলাম হাদী ছয়ফুল বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেল চারটায় সিলেট বিভাগের সব গণপরিবহন ও পণ্যপরিবহন মালিক শ্রমিকদের এক মতবিনিময় সভা শেষে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। নগরের বন্দরবাজার এলাকার একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

২১ তারিখের মধ্যে পাথর কোয়ারি খুলে দেওয়া না হলে আমরা ধর্মঘট পালন করব। ধর্মঘটের পরও দাবি মানা না হলে ২৭ ডিসেম্বর থেকে লাগাতার কর্মসূচি পালন করব

গোলাম হাদী বলেন, সিলেটের সব পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে ২২, ২৩, ২৪ ডিসেম্বর সিলেট বিভাগের চার জেলায় আমরা পরিবহন ধর্মঘট পালন করব। সব মালিক ও শ্রমিক সংগঠন আমাদের ধর্মঘটে সমর্থন দিয়েছেন। 

তিনি আরও বলেন, সিলেটের পরিবহনশ্রমিক ছাড়াও লাখ লাখ মানুষ পাথর-সংশ্লিষ্ট ব্যবসার ওপর নির্ভর। এখন পাথর কোয়ারি বন্ধ থাকায় সবাই বেকার বসে আছেন।

নগরের একটি হোটেলে মতবিনিময় সভায় ধর্মঘটের ডাক দেন ঐক্য পরিষদের নেতারা

এ ব্যাপারে সিলেট জেলা ট্রাক-পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার জানান, ২১ তারিখের মধ্যে পাথর কোয়ারি খুলে দেওয়া না হলে আমরা ধর্মঘট পালন করব। ধর্মঘটের পরও দাবি মানা না হলে ২৭ ডিসেম্বর থেকে লাগাতার কর্মসূচি পালন করব।

এর আগে সিলেট জেলায় ৯ ডিসেম্বর সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট পালন করে বৃহত্তর সিলেট পাথর-সংশ্লিষ্ট ব্যবসায়ী ঐক্য পরিষদ।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি আদালতের নির্দেশে সিলেটে পাথর উত্তোলন বন্ধ করে দেয় জেলা প্রশাসন।

এনএ