কুষ্টিয়ার মিরপুরে চাঁদাবাজি করার সময় সেলিম সরকার (৪৪) নামের এক ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করা হয়েছে। মাস্ক না পরার অপরাধ দেখিয়ে চাঁদাবাজি করার সময় জনতা তাকে আটক করে পুলিশে সৌপর্দ করেছে। তার বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করা হয়েছে।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসস্ট্যান্ড বাজারে বুধবার (১৬ ডিসেম্বর) রাতে এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

সেনা কর্মকর্তার পরিচয় দিয়ে চাঁদাবাজি করেছেন সেলিম সরকার। বুধবার রাতে মিরপুর বাসস্ট্যান্ড এলাকায় নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে মাস্ক না পরার অপরাধ দেখিয়ে, ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা দাবি করার সময় তিনি আটক হন। তার বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে মামলা করা হয়েছে

গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মিরপুর থানা

গ্রেফতার হওয়া প্রতারক সেলিম সরকার রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।

স্থানীয় ব্যক্তিরা বলেন, সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে মাস্ক না পরার অপরাধ দেখিয়ে চাঁদাবাজির সময় সেলিম সরকার নামের এক প্রতারককে তারা হাতেনাতে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে দেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনা কর্মকর্তার পরিচয় দিয়ে চাঁদাবাজি করেছেন সেলিম সরকার। বুধবার রাতে মিরপুর বাসস্ট্যান্ড এলাকায় নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে মাস্ক না পরার অপরাধ দেখিয়ে, ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা দাবি করার সময় তিনি আটক হন।

ওসি আরও বলেন, তার আচরণে সন্দেহ হলে আইডি কার্ড দেখতে চান স্থানীয়রা। এ সময় তিনি আইডি কার্ড না দেখিয়ে পালানোর চেষ্টা করলে উপস্থিত লোকজন তাকে আটক করে মিরপুর থানা পুলিশকে খবর দেন। পরে তাকে আটক করে থানা নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে মামলা করা হয়েছে।

এনএ