কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ছেঁড়া দ্বীপ থেকে অজ্ঞাত যুবকের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

শনিবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ছেঁড়া দ্বীপ সাগরে মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পুলিশ সদস্যরা গিয়ে লাশটি উদ্ধার করে সেন্টমার্টিন ফাঁড়িতে নেয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ মো. হাফিজুর রহমান জানান, সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সানাউল ইসলামের নেতৃত্বে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে টেকনাফ থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সাইদুল ফরহাদ/এইচকে