বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় এক ঘণ্টার মধ্যে পৃথক তিনটি স্থানে তিনজন আত্মহত্যার চেষ্টা করেছেন। রোববার (৩০ জানুয়ারি) বিকেল পর্যন্ত কারও মৃত্যু না হলেও তারা মুমূর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন মোল্লা। 

তিনি জানান, আত্মহত্যা চেষ্টাকারীরা সবাই কীটনাশক পানে আত্মহননের চেষ্টা চালান। রোগীদের দাবি অনুযায়ী তারা পারিবারিক বিরোধের জের ধরেই আত্মহত্যার চেষ্টা করেছেন।

জানা গেছে, শনিবার (২৯ জানুয়ারি) রাত ৯টায় উপজেলার বারপাইকা গ্রামের রাসেল শাহ এর মেয়ে লিয়া আক্তার (১৪) মা-বাবার সঙ্গে ঝগড়া হলে অভিমানে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালান। অন্যদিকে রাত সোয়া ৯টার দিকে বাগধা গ্রামের আলী হোসেন মোল্লার স্ত্রী নিলুফা ইয়াসমিন (৪৫) স্বামীর সঙ্গে ঝগড়া হলে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে। 

এ ছাড়া রাত ১০টার দিকে উপজেলার বারহাজার গ্রামের মামুন তালুকদারের ছেলে মেহেদী তালুকদার (১৮) মা-বাবার সঙ্গে ঝগড়া হলে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করেন। তিনজনকেই পরিবারের সদস্যরা ‍উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রসঙ্গত, বরিশাল জেলার মধ্যে আত্মহত্যা প্রবন ‍উপজেলা আগৈলঝাড়া।

সৈয়দ মেহেদী হাসান/আরআই