ভুয়া ফেসবুক আইডি খুলে আপত্তিকর পোস্ট, যুবকের কারাদণ্ড
ভুয়া ফেসবুক আইডি খুলে কলেজছাত্রীর নামে আপত্তিকর পোস্ট দেওয়ায় ১০ বছরের কারাদণ্ড হয়েছে সোহেল রানা (২২) নামে এক যুবকের। রোববার (৩০ জানুয়ারি) সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।
সোহেল রানা নওগাঁ জেলার মান্দা উপজেলার পাকুড়িয়া উত্তরপাড়া এলাকার শাহাদাত হোসেনের ছেলে। তাকে আরও দশ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রায় ঘোষণাকালে আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন ওই যুবক। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে তিনি জানান, একই এলাকার কলেজছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন সোহেল রানা। কিন্তু ওই ছাত্রী সেই প্রস্তাবে সাড়া দেননি। এতে ক্ষিপ্ত হয়ে সোহেল রানা নিজের মোবাইল নম্বর ব্যবহার করে ওই ছাত্রীর বাবার নামে ভুয়া ফেসবুক আইডি খোলেন।
বিজ্ঞাপন
সোহেল রানা ওই আইডিতে ভুক্তভোগী ছাত্রীর নামে আপত্তিকর মন্তব্য করেন। বিয়ষটি নজরে আসার পর ২০১৮ সালের ৪ মে মান্দা থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন ভুক্তভোগী ছাত্রীর বাবা। পরে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এই মামলায় ছয়জনের সাক্ষ্য নেন আদালত।
ফেরদৌস সিদ্দিকী/আরআই