বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) ইয়াসমিন পারভীন তিবরীজি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শুক্রবার (২৮ জানুয়ারি) জেলা প্রশাসক নমুনা দেওয়ার পর রিপোর্ট পজিটিভ এসেছে।  তিনি এখন তার বাংলোতে হোম আইসোলেশনে রয়েছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি বলেন, করোনা নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এলেও আমি মোটামুটি ভালো আছি। তবে কাশি আছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ৭ থেকে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা জানান, বান্দরবানে নতুন করে আরও ৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় এই পর্যন্ত ২ হাজার ৮২৬ জন করোনা আক্রান্ত হলে ও চিকিৎসা শেষে ২ হাজার ৩৬৮ জন সুস্থ হয়ে উঠেছে।

সিভিল সার্জন আরও বলেন, করোনার এই সময়টা আমাদের আরও সতর্ক থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

রিজভী রাহাত/এনএ