ট্রাকের ধাক্কায় নিভে গেল মা-মেয়ের প্রাণ
প্রতীকী ছবি
দিনাজপুর সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে দিনাজপুর সদর উপজেলার বটতলী এলাকায় এ দুর্ঘটনায় অটোরিকশায় থাকা মা-মেয়ে নিহত হয়।
নিহতরা হলেন দিনাজপুর সদর উপজেলার চাঁদগঞ্জ গ্রামের রেজাউল করিমের স্ত্রী শিল্পী আক্তার (৩৪) ও তার শিশুকন্যা সাহামণি (৪)। কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোজাফ্ফর হোসেন ঢাকা পোস্টকে জানান, বৃহস্পতিবার বিকেলে অটোরিকশা করে মা-মেয়ে নিয়ে দিনাজপুর শহরে আসছিল। অটোরিকশাটি নয়নপুর আনছার ভিডিপি ক্লাবের কাছে পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাক ধাক্কা দিলে আরোহী মা-মেয়ে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হয়।
এ সময় আহত অবস্থায় আটোরিকশার চালক তারিকুল ইসলামকে (৪৫) উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালর মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন।
মাহাবুর রহমান/এমএসআর