কুমিল্লার দেবিদ্বারে নির্বাচনী প্রচারণার সময় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটছে। এ সময় আতঙ্কে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় উপজেলার ইউছুফপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

নিহত সুরুজ মিয়া (৬০) ইউনিয়নের ইউছুফপুর গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ইউছুফপুর গ্রামে নৌকা প্রতীকের প্রার্থী কবির হোসেন ও ঘোড়া প্রতীকের প্রার্থী মাজহারুল মামুনের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মাটিতে পড়ে যান সুরুজ মিয়া। পরে তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলে গেছেন।

তিনি আরও বলেন, নিহতের শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ডাক্তার আমাদের জানিয়েছেন, তিনি আতঙ্কে স্ট্রোক করে মারা গেছেন। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

অমিত মজুমদার/এসপি