কুষ্টিয়ায় স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় অর্পণ বিশ্বাস (১০) নামের এক স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ধানের বিচালির গাদার নিচে লুকানো অবস্থায় ওই শিশুর লাশ উদ্ধার করে স্থানীয়রা। উপজেলার পোড়াদহ ইউনিয়নের দক্ষিণ কাটদহ গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত অর্পণ বিশ্বাস মিরপুর উপজেলার দক্ষিণ কাটদহ গ্রামের মাসুদ বিশ্বাসের ছোট ছেলে। সে কাঠদহ প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
বিজ্ঞাপন
নিহতের মেজোচাচা ইকরামুল বিশ্বাস বলেন, বুধবার সন্ধ্যার দিকে আমার স্ত্রী তাসলিমা খাতুন প্রথমে অর্পণের লাশটি দেখতে পায়। লাশটি বীভৎস হয়ে গেছে। লাশ দেখে অজ্ঞান হয়ে পড়ে যায় তসলিমা খাতুন। পরে অর্পণের মা (নিহতের মা) গিয়ে বিচালির গাদার নিচে ছেলের মরদেহ এবং পাশেই তাসলিমাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়।
তখন অর্পণের মায়ের আত্মচিৎকারে আশেপাশের মানুষ জড়ো হয়। উপস্থিত লোকজন মরদেহটি উদ্ধার করে। পরে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, কেউ সঠিকভাবে বলতে পারছে না।
বিজ্ঞাপন
নিহত স্কুলছাত্র অর্পণের মা বলেন, ‘আমার নিষ্পাপ বাবুকে কে বা কারা মেরে ফেলেছে। কিন্তু কারা মারল, তা বুঝতেই পারছি না। আমার ওইটুকু শিশুকে যারা মেরে ফেলেছে। তাদের বিচার চাই, ফাঁসি চাই।
এলাকাবাসীর ধারণা, কোনো বালুবোঝায় ট্রলির নিচে চাপা পড়ে অর্পণ মারা গেছে। চালক লাশটা গোপন করার জন্য বিচালির নিচে চাপা দিয়ে রেখে দ্রুত পালিয়ে গেছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহটির মাথা থেঁতলে গেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় জখমের দাগ রয়েছে। সড়ক দুর্ঘটনায় শিশুটি নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
এমএসআর