রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালি) আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম ও তার স্ত্রী সাঈদা হাকিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।

জানা গেছে, এমপি জিল্লুল হাকিম ও তার স্ত্রীর শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তারা নমুনা পরীক্ষা করান। পরে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) তারা করোনার পজিটিভ রিপোর্ট হাতে পান। এরপর থেকেই এমপি জিল্লুল হাকিম ও তার স্ত্রী রাজধানী ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি রয়েছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ঢাকা পোস্টকে বলেন, এমপি জিল্লুল হাকিম সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। তারা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে দুজনই সুস্থ আছেন। দ্রুত করোনামুক্ত হওয়ার জন্য এমপি জিল্লুল হাকিম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মীর সামসুজ্জামান/এসকেডি