বাহুবলে প্রকৌশলীকে হুমকি, বিএনপি নেতা গ্রেফতার
প্রতীকী ছবি
বাহুবল উপজেলা প্রকৌশলীকে হুমকির ঘটনায় বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বাহুবল থানা পুলিশ উপজেলার মিরপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।
বিজ্ঞাপন
ওসি বলেন, গত ১৪ ডিসেম্বর ঠিকাদারি কাজে অনিয়ম নিয়ে উপজেলা প্রকৌশলী খন্দকার আফসারের সঙ্গে উপজেলা বিএনপির যুগ্ম আহ্ববায়ক ও ঠিকাদার ফেরদৌস আহমেদ তুষারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তুষার প্রকৌশলীকে মারতে তেড়ে আসেন এবং মারধরের হুমকি দেন।
এ ঘটনায় ওই দিন রাতেই প্রকৌশলী খন্দকার আফসার বাদী হয়ে বাহুবল থানায় ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে আসামি করে মামলা দায়ের করেন। মামলর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে পরে আদালতে পাঠায়।
হবিগঞ্জে কোর্ট পুলিশের ওসি মো. আল আমিন বলেন, গ্রেফতার তুষারকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
বিজ্ঞাপন
এমএসআর