আইনের তোয়াক্কা না করে ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে ইট তৈরির অভিযোগে সাভার ও ধামরাইয়ে ৯ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের আমিনবাজার, আশুলিয়ার শিমুলিয়া ও ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নে পৃথক অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ও ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় অভিযান পরিচালনা করে সোনার বাংলা ব্রিকস, একেবি ব্রিকস, আনান ব্রিকস ও এএসবি অ্যান্ড কোং ব্রিকসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ সময় সোনার বাংলা ব্রিকসকে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়।

একই অভিযোগে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের নাল্লাপোল্লা এলাকায় পল্লি ব্রিকস, এবিসি ব্রিকস ও মোল্লা ব্রিকসের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়া ধামরাইয়ের কালামপুর এলাকার ইউএসবি ব্রিকস এবং পদ্মা ব্রিকসে অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। তিনি দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করে এর কার্যক্রম বন্ধ করে দেন।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে দীর্ঘ দিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে ইটের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আদালতের নির্দেশনা অনুযায়ী এসব ভাটায় অভিযান পরিচালনা করে বন্ধ করে দেওয়া হয়েছে।

মাহিদুল মাহিদ/এসপি