বরগুনার পাথরঘাটায় গ্যারেজে থাকা মোটরসাইকেল না দেওয়ায় দুই মেকানিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে পাথরঘাটা পৌরসভার বিআরটিসি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পৌরশহরের বিআরটিসি বাসস্ট্যান্ড এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করেন একই এলাকার সুজন ও শাকিল। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় স্থানীয় কিশোর গ্যাংয়ের প্রধান বাবু কয়েকজন সহযোগী নিয়ে সুজনের গ্যারেজে আসে। তারা গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল চায় সুজনের কাছে। সুজন মোটরসাইকেল না দেওয়ায় তাৎক্ষণিক তার ওপর হামলা চালায় ওই গ্যাংয়ের সদস্যরা। এ সময় শাকিল বাধা দিলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আজ সকাল থেকে ওই হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ক্ষোভ প্রকাশ করে হামলাকারীদের শাস্তির দাবি জানায় সচেতন মহল।

আহত মেকানিক সুজন বলেন, ওরা আমাদের গ্যারেজে এসে মেরামত করতে দেওয়া একটি মোটরসাইকেল নিতে চায়। আমি দিতে রাজী না হওয়ায় তারা আমার ওপর হামলা করে। সহকারী শাকিল আমাকে বাঁচাতে এলে তাকেও মারধর করে।

জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির আহ্বায়ক হাসানুর রহমান ঝন্টু বলেন, উঠতি বয়সের ছেলে-মেয়েদের গ্যাং কালচারে ঝোঁক বাড়ছে দিন দিন। রাজনৈতিক ছত্রছায়া ও পরিবারের অসচেতনতার জন্যই এসব হচ্ছে। প্রশাসনকে কঠোরভাবে এসব দমন করতে হবে। না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এসপি