মানিকগঞ্জ কোভিড ডেডিকেটেড হাসপাতালে ২ জনের মৃত্যু
মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের আওতাধীন ১০০ শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আসিইউতে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. একেএম কাজী রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে শহরের পূর্ব দাশড়া এলাকার রেনু বালা (৮৬) নামে এক বৃদ্ধা কোভিড ইউনিটে মারা গেছেন। চলতি মাসের ১ তারিখে বার্ধক্যজনিত শারীরিক সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরে ৪ তারিখে তার নমুনা সংগ্রহ করা হয়। গতকাল প্রাপ্ত ফলাফলে তার করোনা ধরা পড়ে। তিনি কোভিড ভ্যাকসিন গ্রহণ করেননি।
তিনি আরও বলেন, কোভিড ইউনিটে ৯ জন করোনা আক্রান্ত রোগী ও করোনার উপসর্গ নিয়ে ১৯ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।
বিজ্ঞাপন
সোহেল হোসেন/আরআই