ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থীসহ ৯ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

গ্রেফতাররা হলেন- আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম, মমতাজ উদ্দিন, নোমান মিয়া, ফাখরুল ইসলাম, আনিছুর রহমান গোলাম, ইউছুফ আলী, মো. ইসলাম, সাইফুল ইসলাম ও রিপন মিয়া। 

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম। 

তিনি বলেন, সপ্তম ধাপের ইউপি নির্বাচনের পর গত সোমবার রাত ও পরদিন উপজেলা উচাখিলা ইউনিয়নের মরিচার চর মাইজপাড়া গ্রামে বিজয়ী মেম্বারের বাড়িতে পরাজিত প্রার্থীর লোকজন ভাঙচুর, আগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটায়। বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে নির্বাচিত মেম্বার আবুল বাশার বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৯০ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন। পরে রাতেই থানা পুলিশের সহায়তায় ৯ জনকে গ্রেফতার করা হয়। 

তিনি আরও বলেন, গ্রেফতারদের পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে আগামী রোববার শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

উবায়দুল হক/আরআই