নারায়ণগঞ্জে সদ্য যোগ দেওয়া জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ বলেছেন, শুধু রাস্তাঘাটের উন্নয়ন করলেই হবে না, মানুষের উন্নয়ন করতে হবে। প্রতিটি মানুষের মনের বিকাশ ঘটাতে হবে। আমরা যতদিন সমাজটাকে মাদকমুক্ত করতে না পারব, ততদিন সমাজকে সামনে এগিয়ে নিতে পারব না।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সোনারগাঁ রয়েল রিসোর্টে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, নারায়ণগঞ্জে যে পরিমাণ ধনী লোকের বসবাস ও যত সম্পদ রয়েছে, তাতে এখানে কিছুটা দুর্নীতি দুর করতে পারলে সহজেই নারায়ণগঞ্জকে সিঙ্গাপুর বানানো সম্ভব। তাই উন্নয়নের স্বার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।

মতবিনিময় সভায় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন- সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের (ডিজিএম) উপ মহা ব্যবস্থাপক গোলাম আহাম্মদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, পিরোজপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুম, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার, কাচঁপুর ইউপির চেয়ারম্যান মোশারফ হোসেন, জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির। 
 
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াছিনুল হাবিবের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার প্রমূখ।

শেখ ফরিদ/আরআই