ব‌রিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বো‌র্ডে এইচএস‌সি‌তে পা‌সের হার ৯৫ দশ‌মিক ৭৬। বো‌র্ডের ই‌তিহা‌সে এবারই স‌র্বোচ্চ পাস। রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা সা‌ড়ে ১১টায় ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ফ‌লাফল ঘোষণা ক‌রেন পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন। 

তি‌নি ব‌লেন, ২০২১ সা‌লের পরীক্ষায় অংশ নেওয়া ৬৬ হাজার ৭৯৬ পরীক্ষার্থীর ম‌ধ্যে পাস ক‌রে‌ছে ৬৩ হাজার ৯৬৪ জন। এর মধ্যে ছে‌লে ৩০ হাজার ২৮৯ জন এবং মে‌য়ে ৩৩ হাজার ৬৭৫ জন পাস করেছে। জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে ৯ হাজার ৯৭১ জন। এর ম‌ধ্যে ৩ হাজার ৪৮১ জন ছেলে এবং ৬ হাজার ৪৯০ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে।

পরীক্ষায় ফলাফ‌লে পা‌সের হা‌রে এ‌গি‌য়ে র‌য়ে‌ছে ব‌রিশাল জেলা। জেলায় পা‌সের হার ৯৬ দশ‌মিক ৯৩ ভাগ। এছাড়া ঝালকা‌ঠি‌তে পাসের হার ৯৬ দশ‌মিক ৪০, বরগুনায় ৯৬ দশ‌মিক ৩১, পি‌রোজপু‌রে ৯৬ দশ‌মিক ১৫, ভোলায় ৯৪ দশ‌মিক ৫৮ এবং পটুয়াখালী‌তে ৯৩ দশ‌মিক ৪৬।

সৈয়দ মেহেদী হাসান/এসপি