টাঙ্গাইলে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার মামলায় সখীপুর উপজেলা বিএনপির ৪৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির নেতাকর্মীরা টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সখীপুর) আমলী আদালতে ৬০ জন নেতাকর্মী আত্মসমর্পণ করেন। 

এ সময় বিচারক ফারজানা হাছানাত ১৩ জনের জামিন আবেদন মঞ্জুর করেন এবং ৪৭ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সবাই উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী। ওই নির্বাচনের আগে ২০ ডিসেম্বর রাতে সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের বড়চওনা এলাকায় টহলরত পুলিশের গাড়িতে হামলা ও পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। 

এ সময় সখীপুর থানা পুলিশ বাদী হয়ে ১৯৬ জনের নামে মামলা দায়ের করে। পরে তদন্ত শেষে ওই মামলায় ১২৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

আসামিপক্ষের আইনজীবী এসএম ফায়জুর রহমান বলেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা ঠেকাতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিত, হয়রানিমূলক, গায়েবি ও মিথ্যা মামলাটি দায়ের করা হয়।

টাঙ্গাই‌লের আদালত প‌রিদর্শক তানভীর আহ‌ম্মেদ জানান, পু‌লি‌শের ওপর হামলা ও সরকা‌রি কা‌জে বাধার অ‌ভি‌যো‌গে দা‌য়ের হওয়া মামলায় ৬০ জন আসামি আত্মসমর্পণ কর‌লে আদাল‌ত ১৩ জনের জা‌মিন মঞ্জুর ক‌রে বা‌কি‌দের কারাগা‌রে পাঠা‌নোর আ‌দেশ দেন।

অভিজিৎ ঘোষ/এমএএস