ট্রেন দেখে ভয়ে সেতু থেকে লাফ দিলেন প্রেমিক যুগল
পড়ন্ত বিকেলে রেলসেতুর ওপর বসে গল্পে মজেছিলেন প্রেমিকযুগল। কিন্তু বাধ সাধল ট্রেন। হঠাৎ ট্রেন আসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারা। ভয়ে প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন সেতুর নিচে। রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ীর পাংশা উপজেলার কালিকাপুর ইউনিয়নের রেলসেতু এলাকায় এমনই ঘটনা ঘটেছে।
এ ঘটনায় প্রেমিকের ডান হাত ও প্রেমিকার মাজার হাড় ভেঙে গেছে। বর্তমানে তারা ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
প্রেমিক পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি বনগ্রামের শাহজাহান খানের ছেলে ও প্রেমিকার বাড়ি কালুখালী উপজেলায়।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আকাশ বলেন, আহত অবস্থায় ওই প্রেমিক-প্রেমিকাকে সন্ধ্যার আগে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিজ্ঞাপন
মীর সামসুজ্জামান/এসপি