করোনা সংক্রমণে গত এক দিনে রাজশাহী বিভাগের আট জেলায় প্রাণহানির খবর নেই। তবে এই এক দিনে বিভাগে ১৯৮ জনের করোনা ধরা পড়েছে। 

বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত এক দিনে বিভাগজুড়ে ১৯৮ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। বিভাগে এ পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ৫৩৫ জনের করোনা ধরা পড়েছে। 

এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৬ হাজার ৭২১ জন। গত এক দিনে সুস্থ হয়েছেন ৬৪০ জন। এই এক দিনে হাসপাতালে এসেছেন ২৪ জন। করোনায় সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১৯ হাজার ২৬৪ জন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত দৈনিক পরিসংখ্যানে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫০ জনের করোনা ধরা পড়েছে রাজশাহী জেলায়।

এ ছাড়া পাবনায় ৩১, সিরাজগঞ্জে ৩১, জয়পুরহাটে ২৪, বগুড়ায় ২৩, নাটোরে ২৩, চাঁপাইনবাবগঞ্জে ১০ এবং নওগাঁয় ৬ জনের করোনা ধরা পড়েছে। 

এ পর্যন্ত বিভাগজুড়ে ১ হাজার ৭৩৩ জনের প্রাণ নিয়েছে করোনা। এর মধ্যে বগুড়ায় ৭০৩, রাজশাহীতে ৩৩৬, চাঁপাইনবাবগঞ্জে ১৬৩, নাটোরে ১৭৭, নওগাঁয় ১৪৯, সিরাজগঞ্জে ৯৭, জয়পুরহাটে ৬৭ এবং পাবনায় ৪১ জন মারা গেছেন।

ফেরদৌস সিদ্দিকী/আরআই