সোনারগাঁয়ে বিদেশি পিস্তল ও মাদকসহ একজন গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার আষাড়িয়ার চর এলাকায় অভিযান চালিয়ে মাদক ও একটি বিদেশি পিস্তলসহ শামসুল হুদা ওরফে সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শামসুল হুদা ওরফে সেলিম উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ার চর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।
বিজ্ঞাপন
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, উপজেলার আষাড়িয়ার চর এলাকায় মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের একটি দল অভিযান চালায়। পরে তল্লাশি চালিয়ে শামসুল হুদা ওরফে সেলিমের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শামসুল হুদা সেলিমের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শেখ-ফরিদ/এইচকে
বিজ্ঞাপন