দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্ট এক বছর অতিবাহিত করেছে। এ উপলক্ষে সারাদেশের ন্যায় দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পঞ্চগড় প্রেস ক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান। 

এ সময় পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি শফিকুল আলমের সভাপতিত্বে ঢাকা পোস্টের পঞ্চগড় জেলা প্রতিনিধি মো. রনি মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিক্ষাবিদ হাসনুর রশিদ বাবু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, এনটিভির স্টাফ রিপোর্টার সাজ্জাদুর রহমান সাজ্জাদ, প্রেস ক্লাবের সহ-সভাপতি সামসুদ্দিন কালাম চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সরকার হায়দার ও আরটিভির প্রতিনিধি হারুন অর রশিদ। 

অনুষ্ঠান শেষে করোনাকালীন বিশেষ অবদান রাখার জন্য তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ নামে একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠনকে ঢাকা পোস্টের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। 

মো. রনি মিয়াজী/আরআই