শরীয়তপুরে নানা আয়োজনে নিউজ পোর্টাল ঢাকাপোস্ট.কমের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বুধবার (১৬ ফ্রেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের একটি রেস্তোরাঁয় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ।

ঢাকা পোস্টের শরীয়তপুর জেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ তালুকদার, সহসভাপতি খলিলুর রহমান, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মজিবুর রহমান, ইলেকট্রনিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রোকনুজ্জামান পারভেজ, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান, এনটিভির জেলা প্রতিনিধি আব্দুল আজিজ শিশির, প্রথম আলোর জেলা প্রতিনিধি সৎজিত ঘোষ, যমুনা টিভির জেলা প্রতিনিধি কাজী মনিরুজ্জামান, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি নুরুল আমীন রবিন, আরটিভির জেলা প্রতিনিধি মো. ইব্রাহিম, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি মো. ছগির হোসেন প্রমুখ।

অনুষ্ঠান নিয়মিত রক্তদান, করোনাকালে বিশেষ অবদান ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ঢাকা পোস্টের পক্ষ থেকে ব্লাড ট্রান্সফিউশন অর্গানাইজেশনকে (বিটিও) সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি বিএম ইস্রাফিল।

সৈয়দ মেহেদী হাসান/আরএআর