প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের কথা তুলে ধরে ঢাকা পোস্ট
মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ঢাকা পোস্ট যাত্রা শুরু করে। গত এক বছরে দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের গল্প তুলে ধরেছে গণমাধ্যমটি। আগামীতেও তৃণমূলের মানুষের দুঃখ-দুর্দশার কথা তুলে আনবে। সরকারের উন্নয়ন, সমস্যা-সম্ভাবনার সংবাদ পরিবেশন করে নিউজ পোর্টালটি এখন পাঠকপ্রিয়। বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে শীর্ষ স্থান ধরে রাখবে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবে জনপ্রিয় নিউজপোর্টাল ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এ সময় অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
বিজ্ঞাপন
এদিকে ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত ৪২ জনের মরদেহ দাফনে কাজ করায় স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশকে ঢাকা পোস্টের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টের লক্ষ্মীপুর প্রতিনিধি হাসান মাহমুদ শাকিলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন- সাংবাদিক মাহবুবুল ইসলাম ভূঁইয়া, জান্নাতুল ফেরদৌস নয়ন, মীর ফরহাদ হোসেন সুমন, কাজল কায়েস, নাজিম উদ্দিন রানা, আনিস কবির, জহিরুল ইসলাম শিবলু, পলাশ সাহা, বিএম সাগর, জামাল উদ্দিন রাফি, রুবেল হোসেন, জামাল উদ্দিন বাবলু, ডালিম কুমার দাস টিটু, আনিসুর রহমান মোহন, কিশোর কুমার দত্ত, জুনাইদ আল হাবিব, আমজাদ হোসেন, সবুজ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শাহিন আলম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, কামরুল হাসান হৃদয় প্রমুখ।
হাসান মাহমুদ শাকিল/এসপি