কিশোরগঞ্জে ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বর্ণিল আয়োজনে কিশোরগঞ্জে ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে বুধবার বেলা ১২টার দিকে শহরের নরসুন্দা বভনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
আলোচনা সভায় কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সভাপতি সময় টিভির নিজস্ব প্রতিবেদক নূর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।
বিজ্ঞাপন
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার এ টি এম নিজাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি ,কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি বিজয় রায় খোকা এবং জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা পোস্টের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি এসকে রাসেল।
বিজ্ঞাপন
প্রধান আলোচক হিসেবে বক্তব্যে সাংবাদিক এ টি এম নিজাম বলেন, মাত্র ১ বছরে ঢাকা পোস্ট বেশ জনপ্রিয়তা পেয়েছে। সংবাদে বস্তুনিষ্ঠতার কারণে নিউজ পোর্টালটি অনেক এগিয়ে রয়েছে। জনপ্রিয়তার এই ধারা অব্যাহত থাকুক। ঢাকা পোস্ট খুব শিগগিরই অন্যান্য পোর্টালকে ছাড়িয়ে যাবে।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র মাহমুদ পারভেজ বলেন, কিশোরগঞ্জের বিভিন্ন খবর প্রকাশের মাধ্যমে ইতোমধ্যেই ঢাকা পোস্ট কিশোরগঞ্জে একটি অবস্থান তৈরি করে নিয়েছে। আশা করি আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে।
আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এ সময় গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে করোনাকালীন বিশেষ অবদানের জন্য ভয়েস অব পাকুন্দিয়াকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এসকে রাসেল/আরআই