প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে ঢাকা পোস্ট
‘আমরা ও দেশের জনগণ ঢাকা পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্যাশা ব্যক্ত করেছিলাম যে ঢাকা পোস্ট হবে সত্য সংবাদের শেষ ভরসা ও আস্থাস্থল। সমাজের উন্নয়ন ও অসংগতি তুলে ধরতে নিউজ পোর্টালটি সাহসী ভূমিকা পালন করবে। সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দ্রুত সময়ে মানুষের মনে জায়গা করে নেবে। মাত্র এক বছরের মধ্যেই ঢাকা পোস্ট সেই প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে। মানুষের মনে জায়গা করে নিয়েছে।’
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জের কলম সৈনিক মিডিয়া সেন্টারে আয়োজিত ‘সত্যের সাথে সন্ধি’ স্লোগান নিয়ে সিরাজগঞ্জে ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাাডভোকেট কে এম হোসেন আলী হাসান।
এ সময় সমাজে অসহায় ও দুস্থদের জন্য কাজ করে যাওয়ায় ঢাকা পোস্টের পক্ষ থেকে সমাজকর্মী মামুন বিশ্বাস এবং করোনাকালীন বিশেষ ভূমিকা রাখায় স্বেচ্ছাসেবী সংগঠন সুখ পাখি সিরাজঞ্জকে ক্রেস্ট সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাত্র এক বছরে এই শীর্ষস্থান অর্জন করে নেওয়াটা অবশ্যই সহজ ছিল না। কিন্তু এখানেই থেমে থাকলে হবে না। দেশকে এগিয়ে নিতে সংবাদমাধ্যমের ভূমিকা অনেক বেশি উল্লেখ করে তারা বলেন, ঢাকা পোস্ট সেই ভূমিকা সঠিকভাবে পালন করছে এবং আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রেখে সামনে আরও অনেক দূর এগিয়ে যাবে।
বিজ্ঞাপন
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হেলাল আহমেদের সভাপতিত্বে ও আরটিভির জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজুর সঞ্চালনায় এবং ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি শুভ কুমার ঘোষের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. রেজাউল করিম, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূর আলম সিদ্দিকী, আনসার ভিডিপির সিরাজগঞ্জ জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা, সিরাজঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, এনটিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না, সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, সিরাজগঞ্জ সদর বিএম কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাসুদ মুক্তা ও সিরাজগঞ্জ সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সাথী রাণী ঘোষ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটিজেন টাইমসের জেলা প্রতিনিধি টি এম এ হাসান, এসএ টিভির জেলা প্রতিনিধি রহমত আলী, আরটিভির জেলা প্রতিনিধি (উত্তর) সাজিরুল সঞ্চয়, স্থানীয় যুগের কথার নিজস্ব প্রতিবেদক এ এইচ মুন্না, ভোরের দর্পণের জেলা প্রতিনিধি এসএম আল-আমিন, কলম সৈনিকের সিনিয়র প্রতিবেদক মহির উদ্দিন, সোনালী বার্তার জেলা প্রতিনিধি বাবুল আক্তার, দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি আজিজুর রহমান মুন্না, বাংলা ট্রিবিউন ও সারাবাংলার জেলা প্রতিনিধি রানা আহমেদ, রাইজিং বিডির জেলা প্রতিনিধি অদিত্য রাসেল, আমাদের বাংলার জেলা প্রতিনিধি এনামুল হক, আমাদের কণ্ঠের জেলা প্রতিনিধি রেজাউল করিম খান, বাংলাদেশ পোস্টের জেলা প্রতিনিধি এসএম আব্দুল মান্নান, আমাদের নতুন সময়ের নিজস্ব প্রতিবেদক সোহাগ হাসান জয়, বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি মাকসুদা খাতুন, সাংবাদিক সাম্মী আজমীর, হোসেন আলী ছোট্টসহ জেলায় কর্মরত অন্য সাংবাদিকরা।
শুভ কুমার ঘোষ/এনএ