নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান ও কেক কাটা হয়।

মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা পোস্টের মানিকগঞ্জ প্রতিনিধ মো. সোহেল হোসেন।

মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাসের সঞ্চালনায় ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. রেজাউল করিম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক গীরেন্দ্র কুমার রায় ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব।

জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, ঢাকা পোস্ট খুব অল্প সময়ের মধ্যে পাঠকের মনে জায়গা করে নিয়েছে। ঢাকা পোস্টে কর্মরত গণমাধ্যমকর্মীরা বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ প্রকাশ করে। সমাজের অবহেলিত মানুষের বিভিন্ন দিক নিয়ে তারা সংবাদ প্রকাশ করেছে। এতে সাধারণ মানুষের মাঝে আস্থা অর্জন করতে পেরেছে অল্প সময়ের মধ্যে। ঢাকা পোস্টের এক বছর পূর্তিতে এই প্রতিষ্ঠানের সব গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানের সফলতা ও মঙ্গল কামনা করছি।

সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, ঢাকা পোস্টের একঝাঁক তরুণ গণমাধ্যমকর্মী গ্রাম থেকে শহরে ছুটে বেড়ায় বস্তুনিষ্ঠ সংবাদের তথ্য সংগ্রহ এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে। এ কারণেই ঢাকা পোস্ট দ্রুত সময়ের মধ্যে পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। ভবিষ্যতেও ঢাকা পোস্টে আরও ভালো সংবাদ পরিবেশন করবে এবং জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন তিনি।

পৌর মেয়র রমজান আলী বলেন, গত বছর এই দিনে ঢাকা পোস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল। এই এক বছরে তারা দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল হিসেবে স্থান করে নিয়েছে। ঢাকা পোস্টের সারাদেশের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পাঠকদের মন জয় করে নিয়েছে। আমি আশা করি সামনের দিনগুলোয় তারা আরও ভালো মানের সংবাদ পরিবেশন করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে করোনাকালীন করোনায় আক্রান্ত রোগী ও করোনায় মারা যাওয়া ব্যক্তিদের লাশ বহনে ভূমিকা রাখায় অ্যাম্বুলেন্স চালক মো. আক্তার হোসেনকে ঢাকা পোস্টের পক্ষ থেকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে মানিকগঞ্জ প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সোহেল হোসেন/এনএ