ঢাকা পোস্ট দ্রুত তার অবস্থান তৈরি করতে পেরেছে
যাত্রা শুরুর এক বছরের মধ্যেই অনলাইন সংবাদপত্র ঢাকা পোস্ট পাঠকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। রাজশাহীতে ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেন অতিথিরা। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজের শিক্ষক মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন ছিল। তাতে প্রধান অতিথি ছিলেন- ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন-রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, শিক্ষাবিদ প্রফেসর মহা. হবিবুর রহমান, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান, রাজশাহী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দিকা, দৈনিক সোনালী সংবাদ সম্পাদক লিয়াকত আলী।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টের রাজশাহীর নিজস্ব প্রতিবেদক ফেরদৌস সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন- রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ক্রাইম অ্যানালাইসিস) আব্দুস সালাম, নগর পুলিশের বোয়ালিয়া জোনের উপপুলিশ কমিশনার সাজিদ হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নগর সাধারণ সম্পাদক ও শহীদ জামিল ব্রিগেডের প্রধান সমন্বয়কারী দেবাশিষ প্রমানিক দেবু, রাজশাহী সংবাদ সম্পাদক আহসান হাবীব অপু, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোাসিয়েশনের সভাপতি মেহেদি হাসান শ্যামল, রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সেভ দি ন্যাচার অ্যান্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান।
ভাষার মাসেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ঢাকা পোস্ট। এরই মধ্যে এক বছর পূর্ণ করল ঢাকা পোস্ট। দিনটি স্মরণীয় করে রাখতে অনুষ্ঠানের শুরুতেই সম্মাননা জানানো হয় রাজশাহীর ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জীকে।
বিজ্ঞাপন
এখন চলছে করোনাকাল। করোনা দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী সিটি করপোরেশন ও শহীদ জামিল ব্রিগেড। কোভিড অক্সিজেন ব্যাংক থেকে বিপন্ন মানুষকে অক্সিজেন সেবা দিয়েছে আরএমপি। অক্সিজেনের পাশাপাশি ওষুধ ও পথ্য দিয়েছে রাসিক। অক্সিজেন ও চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দিয়েছে শহীদ জামিল ব্রিগেড। এই তিন প্রতিষ্ঠান ও সংগঠনকে সম্মাননা দিয়েছে ঢাকা পোস্ট।
আরএমপির কমিশনার আবু কালাম সিদ্দিক, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম এবং শহীদ জামিল ব্রিগেডের প্রধান সমন্বয়ক দেবাশিষ প্রমানিক দেবু এই সম্মাননা স্মারক গ্রহণ করেন। একই অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা জানানো হয়েছে রাজশাহীর প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খানকে।
মেশকাত মিশু/আরআই//