ঢাকা পোস্ট চমক দেখিয়েছে
ঢাকা পোস্টের ‘সত্যের সাথে সন্ধি’ প্রতিপাদ্যটা আমার কাছে খুব চমৎকার লেগেছে। এই চমৎকারের জায়গা থেকে ঢাকা পোস্ট কিছু চমক দেখিয়েছে। চমকটি হলো, গত ডিসেম্বরে বিজয়ের মাসে ঢাকা পোস্ট প্রতিটা জেলা থেকে একজন বীর মুক্তিযোদ্ধার জীবন কাহিনি, যুদ্ধের কাহিনি, তাদের না খেয়ে থাকা, যুদ্ধের ইতিহাস ইত্যাদি নিয়ে নিউজ প্রকাশ করেছে।
এ ছাড়া প্রতি জেলায় ওই বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে তাদের হাতে ক্রেস্ট তুলে দিয়েছে ঢাকা পোস্ট। বাংলাদেশের মিডিয়া জগতে আর কোনো মিডিয়া এ কাজ করেছে কি না জানি না।
বিজ্ঞাপন
বুধবার দুপুরে নীলফামারী প্রেসক্লাব কার্যালয়ে ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তাহমিন হক ববি।
এ সময় তিনি আরও বলেন, এই ভাষার মাসে আমি ঢাকা পোস্টকে বলব, আপনারা পারছেন-পারবেন, আপনারা নতুন কিছু দেখাচ্ছেন। সেই জায়গা থেকে ঢাকা পোস্টের কাছে অনুরোধ করব, এই ভাষার মাসে আপনারা প্রতি জেলায় খোঁজ নেন, অনেক জেলায় হয়ত ভাষা সৈনিকরা বেঁচে নেই, কিন্তু ভাষা সৈনিকের ইতিহাসগুলো আছে। আপনারা প্রতিবছর একজন করে ভাষা সৈনিক অথবা যে সব ভাষা সৈনিক বেঁচে নেই তাদের পরিবারকে সম্মাননা দেন। আমি জানি ঢাকা পোস্ট পারবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিউজ বাংলার জেলা প্রতিনিধি নুর আলম। বিশেষ অতিথি ছিলেন নীলফামারী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নুরুল করিম।
তিনি বলেন, আমি ঢাকা পোস্ট নিয়মিত ফলো করি। দেশে অনেক নিউজ পোর্টাল রয়েছে তার মধ্যে ঢাকা পোস্টকে আমার ব্যতিক্রম মনে হয়েছে। ঢাকা পোস্টের সাথে সংশ্লিষ্ট সবাইকে অনেক শুভেচ্ছা।
এদিকে করেনাকালীন বিশেষ অবদান রাখায় স্বেচ্ছাসেবী সংগঠন সেইফ ফাউন্ডেশনকে ঢাকা পোস্টের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। পরে সেইফ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মানতাসা আক্তারের হাত দিয়ে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সেইফ ফাউন্ডেশনের প্রধান রাসেল আমিন স্বপন বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকে সেইফ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা চেষ্টা করছে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে। উৎসাহ ও ভালোবাসা স্বেচ্ছাসেবকদের কাজের গতিকে আরো বাড়িয়ে দিবে। আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা পোস্টকে।
এ সময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি হাসান রাব্বি প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ভূবন রায় নিখিল, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আব্দুর রশিদ শাহ, একাত্তর টিভির জেলা প্রতিনিধি বিজয় কাজল চক্রবর্তী, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, খোলা কাগজের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি তৈয়ব আলী, সমকালের ডোমার প্রতিনিধি রওশন রশীদ, মানবজমিনের ডোমার প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
শরিফুল ইসলাম/আরআই