গ্রহণযোগ্য, বাস্তববাদী, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের হৃদয় জয় করে তাদের আস্থা ও ভালোবাসায় এক বছর পার করল দেশের শীর্ষ ও জনপ্রিয় নিউজ পোর্টাল ‘ঢাকা পোস্ট ডটকম’। এ উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য আয়োজনে প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান ও কেক কাটার মধ্য দিয়ে এই বর্ষপূতি পালিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মহিবুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ ও পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা।

প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা পোস্টের পাবনা জেলা প্রতিনিধি রাকিব হাসনাত।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার প্রথম বছরেই ঢাকা পোস্ট ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে। অনলাইনে আলোড়ন সৃষ্টি করেছে। সবার নজর কেড়েছে। প্রতিদিন লাখ লাখ মানুষ তাদের নিউজ পড়েন। তারা মানবিক স্ট্রোরিগুলো প্রকাশ করার প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করছে। বিশেষ করে প্রশাসনের মানবিক দিক ও কাজগুলো গঠনমূলকভাবে তুলে ধরেছে। অনলাইনে প্লাটফর্ম ব্যবহার করেন, এমন কাউকে পাওয়া যায় না যে ঢাকা পোস্টের নিউজ শেয়ার করেন না বা পড়েন না। ঢাকা পোস্ট বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এই এক বছরে দেশের এক নম্বর নিউজ পোর্টালের জায়গা করে নিয়েছে।

তারা আরও বলেন, করোনাভাইরাসের মহামারির কারণে গত দুই বছর ধরে গণমাধ্যমগুলো ক্লান্তিকাল অতিক্রম করছে। এই করোনার মধ্যে যখন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াগুলো একটা সংকটে ভুগছিল, বাংলাদেশসহ সারা বিশ্বেই একের পর এক সংবাদপত্র বন্ধ হয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ঢাকা পোস্ট একটি মাল্টিমিডিয়া হিসেবে আত্মপ্রকাশ করে। খুব অল্পসময়ে পাঠকদের আস্থার জায়গা এবং শীর্ষস্থান দখল করে।

আলোচনা সভা শেষে পাবনার ‘শিক্ষার্থী সহযোগিতা সংগঠন’ নামে একটি সামাজিক সংগঠনকে ঢাকা পোস্টের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। স্মারকটি গ্রহণ করেন সংগঠনের সভাপতি মেহরাব হোসাইন জীম।

সংগঠনটি বিগত ৫ বছর ধরে টিফিনের টাকা বাঁচিয়ে অসহায় ছাত্রদের সহযোগিতা করে আসছে। বিশেষ করে করোনাকালীন দরিদ্র জনগোষ্ঠীর জন্য আর্থিক সহযোগিতা ও চিকিৎসার ব্যবস্থা করে তারা মানবিক সংগঠন হিসেবে পরিচিত পেয়েছে। বিনা টাকায় চরাঞ্চলের মানুষের জন্য করোনা টিকার রেজিস্ট্রেশন ও ভ্যাকসিন সার্টিফিকেট সরবরাহ করে সুনাম অর্জন করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমী খন্দকার, দৈনিক বিবৃতির সম্পাদক ও প্রকাশক পাবনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ইয়াছিন আলী মৃধা রতন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর আউয়াল কবির জয়, জনসংযোগ বিভাগের উপপরিচালক ফারুক হোসাইন চৌধুরী, একুশে টিভির রাজিউর রহমান রুমী, ডেইলি স্টারের আহমেদ হুমায়ুন কবির তপু, একাত্তর টিভির মোস্তাফিজুর রহমান রাসেল, এটিএন নিউজের রিজভী জয়, এসএ টিভির কলিট তালুকদার, দৈনিক যায়যায়দিনের আরিফ আহমেদ সিদ্দিকী।

নিউজ বাংলার ইমরোজ খন্দকার বাপ্পি, বার্তা সংস্থা আইএনএস’র প্রধান সম্পাদক হাসান আলী, পাবনা বার্তা ২৪ ডটকম’র প্রধান এডমিন শামসুল আলম, মাইটিভির কামরুল ইসলাম, আনন্দ টিভির সেলিম মোর্শেদ রানা, প্রতিদিনের সংবাদের খালেকুজ্জামান পান্নু, পাবনার খবরের মনিরুজ্জামান শিপন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, আমাদের অর্থনীতির মিজান তানজিল, সাংবাদিক রনি ইমরানসহ বিভিন্ন ইলেট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

রাকিব হাসনাত/এনএ