কেক কাটা, আলোচনা সভা এবং সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙামাটিতে দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় একটি পত্রিকার সম্মেলন কক্ষে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে করোনাকালীন রাঙামাটি শহরের ভবঘুরে, পাগলদের জন্য স্বেচ্ছাশ্রমে খাবার বিলিয়ে দেওয়ায় এক স্বেচ্ছাসেবককে সম্মাননা প্রদান করা হয়।

আলোচনা সভার শুরুতে কেক কেটে বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মিশু মল্লিকের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র কালায়ন চাকমা, দৈনিক পার্বত্য চট্টগ্রামের সম্পাদক ফজলে এলাহী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ছাওয়াল উদ্দিন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন প্রমুখ। 

অনুষ্ঠানে সঞ্চালনা করেন ডিবিসি টিভির জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় বক্তারা ঢাকা পোস্টের বর্ষপূর্তিতে শুভকামনা জানিয়ে বলেন, ঢাকা পোস্ট এক বছরের মধ্যে দেশের শীর্ষ একটি অনলাইনে পরিণত হয়েছে। এক বছরের মধ্যে পাঠকের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। ঢাকা পোস্টে পার্বত্য অঞ্চলের অজানা গল্প, শান্তি প্রক্রিয়ায় নিয়োজিত সব মানুষের কথা আরও বেশি করে তুলে ধরার আহ্বান  জানান বক্তারা। এছাড়া করোনা যোদ্ধা সনজিদ কুমার দেকে সম্মাননা প্রদান করায় কৃতজ্ঞতা জানান অতিথিরা।

মিশু মল্লিক/এসকেডি