হবিগঞ্জ কারাগার থেকে বিএনপির ৪০ নেতার মুক্তিলাভ
হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপির ৪০ নেতাকর্মী ১৬ দিন পর জামিনে মুক্ত হয়েছেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে হবিগঞ্জ কারাগার থেকে নেতাকর্মীরা জামিনে বের হয়।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা কারাগারের জেলার জয়নাল আবেদিন ভূঁইয়া।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ আহ্বান করে জেলা বিএনপি। এতে ড. খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও পৌনে ২টায় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছসহ ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে।
বিজ্ঞাপন
মামলায় গত ১ ফেব্রুয়ারি হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
এ প্রেক্ষিতে গত সোমবার আসারিরা হাইকোর্ট থেকে জামিন গ্রহণ করে আজ বুধবার সন্ধ্যায় কারাগার থেকে বের হন।
মোহাম্মদ নুর উদ্দিন/আরআই
বিজ্ঞাপন